সহজই মদন- মদাকুল তহিঁ পুন
মধুমদিরা উনমাদে।
বিগলতি চোলি খোলি কুচকঞ্চুক
বিহরই রতিরস সাধে।।
কো কহু অপরূপ রঙ্গ।
নাগরি সঙ্ঘে রঙ্গে বর নাগর
কত কত রস পরসঙ্গ।।
মাধব মত্ত মতঙ্গজ মাধবি
মদ-কারিণীগণ মেলি।
করে কর জোড়ি ভোরি তনু মোড়ই
করই কলহ সম কেলি।।
রতি-রস আলসে অবশ কলেবর
ঘূর্ণিত লোচন জোর।
নিজ নিজ বসন শেজ করি শূতল
গাওল নন্দকিশোর।।