সহজে গৌর প্রেমে গরগর
ফিরাঞা যুগল আঁখি।
দামিনী সহিতে সুন্দর জলদে
অরুণ-কিরণ দেখি।।
উঠিল ভাবের তরঙ্গের রঙ্গ
সম্বরি না পারি চিতে।
কহে কি লাগিয়া কেবা সাজাইয়া
কেন কৈল হেন রীতে।।
এ রাধামোহন কহে বৃষভানু-
সুতা-রসে পহুঁ ভোর।
হেন ছলে বুলে উদ্ধারে সকলে
কিছু না হইল মোর।।