সহজে বরণ কাল তিমিরকাজর ভেল
অন্তরবাহিরে সমতুল।
মরুক তোমার বোলে কলসী বান্ধিয়া গলে
সে ধনি মজাকু জাতি কুল।।
বন্ধু কানাই কহিলে বাসিবা মনে দুখ।
আর যেবা কুলবতী কুলের ধরমে মতি
সে জনি হেরয়ে তুয়া মুখ।।ধ্রু।।
যখন তোমার সঁয়ে নাহি ছিল পরিচয়ে
আন ছলে দেখিয়া বেড়াও।
বারে বারে ডাকি আমি শুনিয়া না শুন তুমি
আঁখি তুলি সরসে না চাও।।
যখন পিরীতি কৈলা আনি চাঁদ হাতে দিলা
আপনি বনাইতা মোর বেশ।
আঁখিআড় নাহি কর হৃদয় উপরে ধর
এবে তোমা দেখিতে সন্দেশ।।
একে হাম পরাধিনী তাহে কুলকামিনী
ঘরে হৈতে আঙ্গিনা বিদেশ।
যথা তথা থাকি আমি তোমা বই নাহি জানি
সকলি কহিলুঁ সবিশেষ।।
বড় বৃক্ষ-ছায়া হেরি আইনু ভরসা করি
ফুল ফল একই না গন্ধ।
সাধিলা আপন কাজ আমারে সে দিলা লাজ
জ্ঞানদাস পড়ি রহু ধন্দ।।