সহন না যায় দুঃখ আর বন্ধুর লাগি। ধু
হাহা হরি কি করিলা , অবলারে ভুলাইলা, ভঙ্গিমা করিয়া প্রেম ছলে।
নানাগীত যন্ত্র শুনি, কুলবধূ উদাসিনী, হইয়া পড়িনু তোর ভোলে।।
তোমার কঠিন প্রাণি, ত্যজি ভজমন রাণী, ছাপাইলা কোন দোষ নাই।
কামিনীর কান্ত বিনে, লক্ষ্য নাই ত্রিভুবনে, বেয়াকুল কানুরে হারাই।।
হীন আলি রাজা গায়, ভজ রাণী রাঙ্গা পায়, উদেশিয়া পূজ কায়-মনে।
হেন প্রভু অধিকার, সেবক না ত্যজে যার, নিজ দাস রাখিব চরণে।।