সাত পাঁচ সখী সঙ্গে বসিয়া ছিলাম রঙ্গে
হেন কালে পাপ ননদিনী।
দেখিয়া আমাকে তার কাছে ডাকে
“আইস শ্যাম-সোহাগিনী।।
রাধা তোমারে কহিতে কি।
দুই চারি দিন আমিহ ও কথা
কাণেতে শুনিয়াছি।।
তুমি কোন দিনে যমুনা-সিনানে
গিয়াছিলে নাকি একা।
শ্যামের সহিতে কদম্ব-তলাতে
হয়েছিল নাকি দেখা।।
সেই দিন হৈতে এই পথে পথে
নিতি করে আনা গোনা।
রাধা রাধা বলি বাজায় মুরলী
তেঁই হ’ল জানা শুনা।।
যে দিন দেখিব আপন নয়ানে
তা সনে কহিতে কথা।
কেশ ছিঁড়ি বেশ দূরে তেয়াগিব
ভাঙ্গিব বাড়িয়া মাথা।।
এ কি পরমাদ দেয় পরিবাদ
এ ছার পাড়ার লোকে।
পর চরচায় যে থাকে সদায়
সাপে খাক্‌ তার বুকে।।
গোকুল নগরে গোপের মাঝারে
এত দিন বসি মোরা।
কভু নাহি জানি কভু নাহি শুনি
কানু কি কালিয়া গোরা।।
বড়ুয়ার ঝিয়ারি বড় নাম ধরি
বলই বড়ুয়া বউ।
নিরমল কুলে এ কথা যে বলে
সে নারী গরল খাউ।।”
চিত থির করি থাকহ সুন্দরি
যেন মন নাহি টলে।
কাহার কথায় কার কিবা হয়
বড়ু চণ্ডীদাস বলে।।