সামান্যে কি সে ধন পাবে। দীনের অধীন হয়ে সাধিতে হবে।।
সাধন-পথে কি না হলো বাদশারা বাদশাই ছাড়িল ।
কুলবতীর কুল গেল কালারে ভেবে।।
কত কত মুনি-ঋষি যুগ-যুগান্তর বনবাসী।
পাব বলে কালশশী বসিয়ে তপে।।
গুরুপদে কত জনা বিনামূল্যে হ’য়ে কেনা।
করে গুরুর দাস্যপনা সে ধনের লোভে।।
চরণ-ধনের যারো আশা অন্য ধনের না লালসা।
লালন ভেড়ের বুদ্ধিনাশা দো ভাসা ভবে ।।