সাহসে ভর করি রাই চিবুকে ধরি
নাহ বৈঠাওল কোর।
কাহে দুখ দেওসি কি ফল পাওসি
বোলই নওল কিশোর।।
সজনি কেলি বিলাসিনী রাধা।
মান বিধন্তুদ মুকুত দশনশশী
দেখোঁ না হো সুখ সাধা।।
চুম্বনে বদন বঙ্ককরি বোলই
বিপিনে বেলী কত লাখ।
বিকসই অবিরত তুহু ভমরা মত
যাহ মধুর রস চাখ।।
মালতি ছোড়ি ভ্রমরা কাহা যাওব
কহত কলানিধি কান।
কুটিল কটাখ লাখ শরে জরজর
করত অধরমধু পান।।
মনসিজ তরজনে কিঙ্কিণী গরজনে
হারসঞে টুটুল মান।
কহে হরিবল্লভ পরিরম্ভণ মণি
করত পরস্পর দান।।