সুধাও দেখি সুবল সখা কার ঘরের এই হঠী।
দেখিতে দেখিতে মোরে
কি গুণ করিলে হে
খৈপা কৈলে এই যে মায়্যাটি ।।ধ্রু।।
আর চোর চুরি করে
লোক জন অগোচরে
সবে ধন কড়ি লয় হরি।
এ বড়ি বিষম চোর
দেখিতে দেখিতে মোর
তনু মন সব কৈল চুরি।।
মায়্যা নয় এই যে
মায়্যার বেশ ধরিয়াছে
নিশ্চয় সে বাটোয়ারী বটে।
অঙ্গ-বাস ঘুচাইয়া
সাবধানে দেখ ভাইয়া
কি কি ধন ইহার নিকটে।।
এত বলি গোপীনাথ
দিতে চাহে গায়ে হাত
চুম্বন করিতে বারে বার।
উচিত কহিল তোরে
দান দিয়া যাও মোরে
নহে ত উতার অলঙ্কার।।
শুনিয়া ললিতা বলে
বন মাঝে নহে ভালে
রাজপথে এত কি জঞ্জাল।
আপন নগর ঘরে
যদি লাগি পাই তোরে
তবে সে জানিয়ে ভালে ভাল।।
দানী কহে দোহাই আছে
লৈয়া যাব রাজার কাছে
তবে সে জানিবা ভালে তুমি।
বংশীবদন কয়
মোরে না করিহ ভয়
বিরোধ ভাঙ্গিয়া দিব আমি।।