সুন্দরি এক বচন যতন করিয়ে
কহিএ তোহার পাশ।
এ রূপ যৌবন সৌন্দর্য্য লাবণ্য
না হয় কাহার বশ।।
যতেক দেখহ সব চলাচল
নিশ্চয় করিয়া জান।
জানিয়া শুনিয়া বুঝহ সকল
আপনে ভুলহ কেন।।
সকল জনেতে পরেরে বুঝায়
আপনে বুঝিতে নারে।
বুঝিয়া সুঝিয়া আপনা পাসরে
কিবা সে কহিব তারে।।
তুহুঁ বরনারী রাজার ঝিয়ারী
মোর উপদেশ লহ।
ইঙ্গিত বুঝিয়া যেবা হয় রত
তারে কি কহিবে কেহ।।
আপনা বলিয়া তোহারে কহিনু
ক্ষেমিবে সকল দোষে।
চরণে ধরিয়া মিনতি করয়ে
রোহিণীনন্দন দাসে।।