সুন্দরি না কর গমন পরসঙ্গ।
না সহে দুঃসহ কথা আনে কি আনের বেথা
ভালে হর ভেল আধভঙ্গ।।
তুহুঁ হাম তনু ভীন শ্রবণে জীবন খীন
কেমনে ধরিব আমি বুক।
হাসিতে মোহিত মন কি মোহিনী তুমি জান
বিরমহ দেখি চাঁদমুখ।।
না দেখিলে কিবা হয় পলক অলপ নয়
ইথে আঁখি অধিক তিয়াস।
পরাণ কেমন করে মরম কহিলুঁ তোরে
জীবন নিছনি তুয়া পাশ।।
পরশ লাগিয়া মোর হিয়া কাঁপে থরহর
নিমিষের ডরে আঁখি ঝরে।
রায় বসন্ত ভণি অবনতমুখী ধনী
জড়মতি ভেল প্রেমভরে।।