সুবলে করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে
রসময় বিদগধ শ্যাম।
রাধা কুণ্ডতীরে আসি কুসুম কাননে বসি
শোভা দেখে অতি অনুপাম।।
বৃন্দাদেবী হেন কালে আসি সেইখানে মিলে
চম্পকের মালা করে করি।
সুবলেরে সমর্পিল তিঁহ কৃষ্ণ গলে দিল
উদ্দীপণে রাধার মাধুরী।।
প্রেমে চতুর্দ্দিকে চায় অরুণ নয়ান তায়
পুলকে পুরিল প্রতি অঙ্গ।
ধরিয়া সুবল করে কহে গদগদ স্বরে
মিলাইয়া দে রে রাইএর সঙ্গ।।
তাহা বিনে বৃন্দাবন শূন্য হেরি সর্ব্বক্ষণ
মোর মন তাহার ধিয়ানে।
যদি নাহি আসে প্যারী রাধা রাধা রাধা বলি
যদুনাথ ত্যজিবে পরাণে।।