সুমধুর মধুকর কোকিল কলরব
সো ভেল ছরবন শেল।
চন্দন গরল অনল ভেল সরসিজ
চান্দ সূরজ ভৈ গেল।।
মাধব ধনী কি সাতাওব চিত।
পাপিনী বিরহিণী কো বিহি সিরজিল
হিতহি ভেল বিপরীত।।
জনম দিবস ভরি জীউ অধিক করি
যাহে বাঢ়াওলি রাই।
নিজ হিয় হোই সোই উচ-কুচ যুগ
অনুখণ দগধই তাই।।
নব কিশলয় শয়ন রতনময় অভরণ
পরশত সব অঙ্গ জারি।
কহ বলরাম সবহুঁ পুন পালটই
যব তুহুঁ পালটি নেহারি।।