সুমুখী চরণে চিকণ কালার
বরণ কেন বা দেখি ।
সখীর বচনে ঈষত হাসিয়া
নেহারে কমলমুখী।।
কনকমুকুর জিনিয়া চরণ
দুখানি রসের কূপ।
তাহার মাঝারে পশিয়া পেখলয়ে
পরাণনাথের রূপ।।
আপনা আপনি বয়ান হেরিয়া
ধরিতে না পারে হিয়া।
এ রস পাসরি রসিক নাগর
কেমতে আছয়ে জিয়া।।
কহিতে কহিতে রসের আবেশে
নাগরী নাগর ভেল।
বংশী কহয়ে বুঝিয়া বিশাখা
নাগরে আনিয়া দেল।।