সুরধুনীতীরে আজু গৌরকিশোর।
ঝুলন-রঙ্গরসে পহুঁ ভেল ভোর।।
বিবিধ কুসুমে সভে রচই হিন্দোল।
সব সহচরগণ আনন্দে বিভোল।।
ঝুলয়ে গৌর পুন গদাধর সঙ্গ।
তাহে কত উপজয়ে প্রেমতরঙ্গ।।
মুকুন্দ মাধব বাসু হরিদাস মেলি।
গাওত পূরুব রভসরস কেলি।।
নদীয়ানগরে কহ ঐছে বিলাস।
দাস রামানন্দ করত সোই আশ।।