সূর্জের নন্দিনী ধনী করপুটে কহে বাণী
“শুন, প্রভু জগত-ইশ্বর।
মুই হয় কন ছার কিবা জানি সুবেভার
জাহ তুমি গোকুল-নগর।।
হাম সত্য ভাগ্যবতী সংসারে নাহিক কতি,
জার পদ ধিআনে না পায়ে।
সে জন আমার মাঝে গোকুল-নগরে সাজে
মোরে কৃপা করিতে জুয়ায়ে।।
তুমি দীনবন্ধু নাম অশেষ সুখের ধান
পতিতপাবন নাম ধর।
মোরো নীরে করি স্নান, জদি কর সুপয়ান
তিলেক আমার ভাগ্য কর।।”
জমুনার স্তব শুনি হরস হইআ পুনি
জলেতে পড়িলা জদুরায়।
“কি হ’ল কি হ’ল”-বলি চারুদিকে সুনিহালি–
“কোথা গেলা কি করি উপাঅ।।
নিমিখ দেখিতে মাত্রে গেলা শিশু কোন্ ভিতে
দেখিতে দেখিতে গেলা কতি।
ভাল মন্দ না জানিল বড়ই বেদনা দিল”–
কান্দে বসুদেব হআ নতি।।
“দেখা দিআ রাখ প্রাণ হিআ করে আনছান
বুক চাহে মেলিতে বিদরে।
কি কাজ করিলে তুমি কেমতে জাইব আমি,”–
চণ্ডিদাস কহে কিছু আরে।।