সে কালার প্রেম করা কথার কথা নয়।
ভাল হইলে ভালই, ভাল নইলে ল্যাঠা হয়।।
সামান্যে কি এ জগতে পারে কি কেউ প্রেম মজিতে
প্রেমী নাম পাড়ায়ে, মিছে দুকূল হারায়।
এক প্রেমের ভাব অশেষ প্রকার প্রাপ্তি হয় সে ভাব অনুসার।
ভাব জেনে ভাব না দিলে তার প্রেমে কি ফল পায়।।
গোপী যেমন প্রেম আচরি যাতে রাধা বংশীধারী,
লালন বলে, সে প্রেমেরি ধন্য জগৎময় ।।