সে কাল গেল বৈয়া বন্ধু
সে কাল গেল বৈয়া।
আঁখি ঠারাঠারি মুচকি হাসি
কত না করিতা রৈয়া।।
বেশের লাগিয়া দেশের ফুল
কিছু না রহিত বনে।
নাগরীর সনে নাগর হইলে
আর বা চিনিবা কেনে।।
কুলি বেড়াইয়ে মোর নাম লয়ে
ফিরিতা বংশী বাইয়া।
মুখের কথাটি শুনিতে কত না
লোক পাঠাইতা ধাইয়া।।
নিজ হাতে তুলি মাথায় করিলুঁ
তোর কলঙ্কডালা।
শেখর কহেঁ পরের বেদন
নাহি জানে কালা।।