সোই জনক ব্রজরাজ।
না যায়ত ধেনুসমাজ।।
বসিয়া রহয়ে নিশিদিন।
তিলে তিলে হোয়ত ক্ষীণ।।
কাহুঁক না কহ কিছু বাত।
অবনত করি রহুঁ মাথ।।
ব্রজ বালকগণ যাই।
কত পরবোধয়ে তাই।।
বহুত যতনে ব্রজনাথ।
ফুকরি কহয়ে কছু বাত।।
কহ কহ রে ব্রজবাল।
কাহাঁ মঝু প্রাণ গোপাল।।
সহচর ভিন কাহে ভেল।
লালন কাহাঁ মঝু গেল।।
শুনি বালকগণ রোয়।
সো দুখ কি কহব তোয়।।
শ্রীদামে করয়ে নিজ কোরে।
সীঁচয়ে নয়নক লোরে।।
তুয়া অভিলাষে অগেয়ান।
চুম্বয়ে তাক বয়ান।।
ঐছন বিরহ হুতাশ।
কহ পুরুষোত্তম দাস।।