সোনার নাতিনি কেন আইস যাও পুনঃ পুনঃ
না বুঝি তোমার অভিপ্রায়।
সদাই কাঁদনা দেখি অঝর ঝরয়ে আঁখি
জাতি কুল সব পাছে যায়।।
যমুনার জলে যাও কদমতলাতে চাও
না জানি দেখিলা কোন জনে।
শ্যাম বর্ণ দেবা তনু উপমা নাকি জনু
সে জন পৈসল বুঝি মনে।।
ঘরে আসি নাহি খাও সদাই তাহারে চাও
বুঝিলাম তোর মন কথা।
এখনি শুনিলে ঘরে কি বোল বলিবে তোরে
বাড়িয়া ভাঙ্গিবে তোর মাথা।।
একে তুমি কুলনারী কুল আছে তোর বৈরী
আর তাহে বড়ুয়ার বধূ।
কহে বড়ু চণ্ডীদাসে কুল শীল সব ভাসে
লাগিল কালিয়াপ্রেমমধু।।