সোনার বরণ গৌরসুন্দর
পাণ্ডুর ভৈগেল দেহ।
শীতে ভীত যেন কাঁপয়ে সঘন
সোঙরি পূরুব নেহ।।
কিছু না কহই দীঘ নিশাসই
চিত্রের পুতলি পারা।
নয়ন যুগল বাহি পড়ে জল
যেন মন্দাকিনী ধারা।।
থামে তিতি গেল সব কলেবর
না জানি কেমন তাপে।
কখন সঙ্গীত কখন রোদন
কিবা করে পরলাপে।।
কহে নরহরি মোর গৌরহরি
চাহয়ে রঙ্কের পারা।।
হরি হরি বোলে ভুজযুগ তোলে
মরম বুঝিবে কারা।।