সোনা রঙ্গ পুড়িয়া ছাই হইল গো যার লাগিয়া।
সোনা বন্ধে মোরে ছেড়ে গেল কি দোষ জানিয়া গো।।
বন্ধু হারা জিতে মরা ফণী যেমন মণি হারা গো।
হায় গো মীন যেমন সলিল হারা রাধা হারা পিউয়া গো।।
যে দিন বন্ধে ছেড়ে গেল কলিজায় আগুন জ্বলিল গো।
হায়গো গইয়া গইয়া জ্বলছে অনল না গেল নিবাইয়া গো।।
বিরহ বিচ্ছেদানলে বিরহিনীর প্রাণী জ্বলে গো।
কেঁদে গেল এ যামিনী কঠিন হৈল কালিয়া গো।।
অন্ধ যেমন যষ্টি হারা আমার হল তেমনি ধারা গো।
হায় গো এদেশে মোর নাই গো সুহৃদ তারে দেয় আনিয়া গো।।
শ্যাম বিচ্ছেদে যাব মারা কেঁদে করলাম জীবন সারা গো।
হায় গো যেমন জুলিকা ইউসুফ হারা রিয়াছত কয় কান্দিয়া গো।