স্বপনে কালিয়া নয়নে কালিয়া
চেতনে কালিয়া মোর।
শুইতে কালিয়া বসিতে কালিয়া
কালিয়া কলঙ্ক কোর।।
ভোজনে কালিয়া গমনে কালিয়া
কালিয়া কালিয়া বলি।
কালা হাই বাসে(?) কালিয়া মূরতি
ভূষণ করিয়া পরি।।
গগনে চাহিতে কালিয়া বরণ
দেখিয়ে মেঘের রূপ।
তরে সে জুড়ায়ে এ পাপ পরাণ
উঠয়ে রসের কূপ।।
নীলঘন শ্যাম যে দেখি সম্মুখে
তাহাই দেখিয়া রই।
* * * * * *
* * * *
বেণী করি পরি নীল জাদখানি
কুন্তলে বাঁধিয়া রাখি।
কস্তুরী কালিয়া বরণ ভালিয়া
তাহে সে যতনে মাখি।।
সুগন্ধি কুসুম- হার বনাইয়া
রাখিয়ে আপন পাশে।
* * * * * *
* * * * * *
তোমার বরণ ধরয়ে সঘন
ময়ূর পাখীর গায়ে।
তোমার বরণ না দেখি যখন
এ চিত রাখিয়ে তায়ে।।
নব নীলপদ্ম লইয়া করেতে
হেরিয়ে নয়ন ভরি।
অতসীর ফুল তুলি মনোহর
যতন করিয়া পরি।।
এ সব যাকর বেদন উঠয়ে
সে জনে ছাড়িতে চায়।
চণ্ডীদাস কহে এতেক বিরহে
কো ধনী বাঁচিবে তায়।।