স্বপনে দেখিলুঁ সোই মোর প্রাণনাথ।
সমুখে দাড়াঞা আছে যোড় করি হাথ।।
পুন না দেখিয়া প্রাণ ধরিতে না পারি।
কি করিব কোথা যাব কি উপায় করি।।
পাইয়া পরাণ নাথ পুন হারাইলুঁ।
আপন করমদোষে আপনি মরিলুঁ।।
যে দেশে পরাণবন্ধু সে দেশে যাব।
পরিয়া অরুণ বাস যোগিনী হইব।।
জ্ঞানদাস কহে রাই থির কর হিয়া।
আসিবে তোমার বন্ধু সময় বুঝিয়া।।