স্বরূপের করে ধরি বলে কাঁদি গৌরহরি
বিহনে আমার শ্যামরায়।
বিফলে বঞ্চিলুঁ নিশি অতমিত ভেল শশী
এ পরাণ ফাটি মঝু যায়।।
কোথায় আমার শ্যাম বঁধু।
ফুলশেজ বাসি ভেল ফুলহার শুখাওল
না মিলল শ্যাম প্রেমমধু।।ধ্রু।।
চল রে স্বরূপ চল যাইয়া যমুনা জল
এ সকল দেই ভাসাইয়া।
গেল যাক কুলমান আর না রাখিব প্রাণ
তেজিব সলিলে ঝাঁপ দিয়া।।
আমার সে কালশশী কার কুঞ্জে বঞ্চে নিশি
কাঁহে মুঝে হইল বৈমুখ।
বাসুদেব ঘোষ কহে এ দুখে পরাণ দহে
কাঁহা মিটায়ব হিয়াদুখ।।