স্বর্ণ-বর্ণ বিবর্ণ ভৈ গেল
পূর্ণ বিধু-মুখ তূর্ণ নিরসল
নয়ন-পঙ্কজ নিরহি ভীগল
হিয়ক অম্বর রে।
মান ভেল তুয় প্রাণ-গাহক
নহিলে উপেখসি রসিক-নায়ক
যো ভেল সো ভেল অবহুঁ অবুধিনি
অপন সম্বর রে।।
যতহি মন মহ কোপ উপজত
ততহি কোপ কি করিতে সমুচিত
পায়ে পরণত যো জন হোয়ত
তাহে কি তেজিয়ে রে।
হীত কহইতে অহিত মানসি
সুহৃদ-গণে তুহুঁ বৈরি জানসি
অতয়ে দেখি শুনি নিরবে রহি নহি
উতর দী জিয়ে রে।।
যে বিনে যুগ-শত নিমিখ হোয়ত
সে তুহে মিনতি কয়ল কত শত
করহি কর জুড়ি গলহিঁ অম্বরে
ধরণি লুঠল রে।
ঐছে হঠপন পলটি বৈঠলি
কান্ত-বদন নিতান্ত না হেরলি
চন্দ্রশেখর ভণয়ে ভাবিনি
পিরীতি ভাগল রে।।