হমে ধনি কূটনি পরিনতি নারি।
বৈসহু বাস ন কহোঁ বিচারি।।
কাহুকে পান কাহু দিঅ সান।
কত ন হকারি কএল অপমান।।
কয় পরমাদ ধিয়া মোর ভেল।
আহে জৌবন কতয় চল গেল।।
ভাঙ্গল কপোল অলক ভরি সাজু।
সঙ্কুল লোচনে কাজর আজু।।
ধবলা কেস কুসুম করু বাস।
অধিক সিঙ্গারে অধিক উপহাস।।
থোথর থৈয়া থন দুও ভেল।
গরুঅ নিতম্ব কঁহা চল গেল।।
জৌবন সেস সুখাএল অঙ্গ।
পাছু হেরি বিলুলইতে উমত অনঙ্গ।।
খনে খস ঘোঘট বিঘট সমাজ।
খনে খনে অব হকারলি লাজ।।
ভনহি বিদ্যাপতি রস নহি ছেও।
হাসিনি দেইপতি দেবসিংঘ দেও।।