হরষি ভরসি হরি ধরি ধনি বুকে।
রসময় চুম্বই রসময়ী মুখে।।
কমলিনী কুচযুগ কমঠকঠোরে।
কানু কঠিন করি ধরলই জোরে।।
অধরে দশন চিহ্ন দেই বারে বার।
চমকি উঠয়ে রামা করি শীৎকার।।
কুচপর দেয়ল নখর আঁচড়ে।
বসন ভূষণ সব গেলহি দূরে।।
প্রতি অঙ্গে চুম্বই নাহিক বিচার।
মদনমোহন লুটে মদনভাণ্ডার।।
সুরত তরঙ্গিণী রঙ্গিণী রাই।
শ্যাম মাতঙ্গ তহিঁ অবগাই।।
দুঁহু অধরামৃত দুহুঁ মুখে পূরে।
অব সব শেখর হেরই দূরে।।