হরি যব হরিখে বরিখে রস-বাদর
সাদরে পূছয়ে বাত।
নিরখি বদন তোরি আকুল সো হরি
নিজ শিরে ধরু তুয়া হাত।।
মানিনি কীয়ে কঠিন তুয়া মান।
ছলে বলে দিঠি-জলে তোহে কত সাধন
পালটি না হেরিলি কান।।
যছু গুণে গুণিগণ ঝুরয়ে রাতিদিন
তুয়া গুণে উনমত সোই।
বিনি অপরাধে তাহ উপেখলি
জনম গোঙায়বি রোই।।
তাকর বচন শ্রবণে নাহি শূনলি
রোখে চলল যব নাহ।
অব কাতর দিবে মঝু মুখ হেরসি
পাই মনোভাব-দাহ।।
বিহি তোহে বাম মান-ধনে বঞ্চল
নাহ বিমুখ ভৈ গেল।
গোবিন্দদাস কহই চিতে মানই
ইহ বড় দারুণ শেল।।