হরি হরি আমার এমন কবে হবে।
বিষয় দারুণ বিষ জঞ্জাল ছুটিবে।।
দারাসুখভোগে মুঞি হইব বিরকত।
শরণ লইব শুক বৈষ্ণব ভাগবত।।
করঙ্গ কোথলি হাতে গলায় কাঁথা দিয়া।
মাধুকরী মাগি খাব ব্রজবাসী হৈয়া।।
সংসার সুখের মুখে আনল জ্বালিয়া।
থু থু করিয়া কবে যাইব ছাড়িয়া।
জাতি কুল অভিমান সকল ছাড়িব।
গোপাল দাসের আশা কত দিবসে ফলিব।।