হরি হরি আর কি এমন দিন হব।
গৌরাঙ্গ বলিতে অঙ্গ পুলকে পূরিব।।
নিত্যানন্দ বলিতে নয়নে বৈবে নীর।
অদ্বৈত বলিতে কবে হইব অস্থির।।
চৈতন্য নিতাই আর পহুঁ সীতানাথে।
ডাকিয়া মূর্চ্ছিত হৈয়া পড়িব ভূমিতে।।
সে নাম শ্রবণে লইতে হইবে চেতন।
উঠিয়া গৌরাঙ্গ বলি করিব গর্জ্জন।।
শ্রীনন্দকুমার সহ বৃষভানুসুতা।
শ্রীবৃন্দাবনে লীলা কৈলা যথা যথা।।
সেই সব লীলাস্থলী দেখিয়া দেখিয়া।
সে লীলা স্মরণ করি পড়িব কান্দিয়া।।
শ্রীরাসমণ্ডল কবে দর্শন করিব।
হৃদয়ে স্ফূরিব লীলা মূর্চ্ছিত হইব।।
প্রেমদাস কহে মোর হবে হেন দিন।
গৌরাঙ্গের ভক্ত পথে হব উদাসীন।।