হরি হরি কতদিনে হেন দশা হব।
শ্রীমণিমঞ্জরী সঙ্গে শ্রীরূপমঞ্জরী রঙ্গে
রূপের অনুগা নাকি পাব।।
সুশীতল বৃন্দাবনে রত্নবেদী সিংহাসনে
তাহে মণিময় সিংহাসনে।
হেমনীল কান্তিধর রাইকানু সুন্দর
তাহাতে বসাব দুইজনে ।।
সখীর আদেশ হবে চামর ঢুলাব কবে
তাম্বুল খাওয়াব চান্দমুখে।
আনন্দিত হব সদা ডগমগি প্রেমকথা
দোহার পিরিতি রস সুখে।।
মল্লিকা মালতী যূথী নানাফুলে মালা গাঁথি
পরাইব দুহার গলায়।
রসের আলসকালে বসিব চরণ তলে
সেবন করিব দুহাঁকায়।।
রাধাকৃষ্ণ প্রাণপতি জীবনে মরণে গতি
ইহা বিনে অন্য নাঞি মনে।
শ্রীকৃষ্ণচৈতন্য প্রাণ স্বরূপরূপ সনাতন
নরোত্তম এই নিবেদনে।।