হরি হরি কবে হব বৃন্দাবন বাসী।
নিরখিব নয়নে যুগল রূপ রাশি।।
তেজিব শয়ন সুখ বিচিত্র পালঙ্ক।
কবে ব্রজে ধুলাএ ধূসর হবে অঙ্গ।।
ষড়রস মধুর ভোজন পরিহরি।
কবে ব্রজে মাগিঞা খাইব মাধুকরি।।
কনক ঝারির জল পান করি দূরে।
কবে যমুনার জলে খাব কর পূরে।।
পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে।
বিশ্রাম করিব গিয়া যমুনা পুলিনে।।
তাপ দূর করিব শীতল বংশীবটে।
কবে কুঞ্জে বৈঠব বিষ্ণব নিকটে।।
নরোত্তম দাস কহে করো পরিহার।
এমন দশা কবে আর হইবে আমার।।