হরি হরি কি ভেল গোকুল মাহ।
স্থাবর জঙ্গম কীট পতঙ্গম
বিরহদহনে দহি যাহ।।
তরুকুল আকুল সঘনে ঝরয়ে জল
তেজল কুসুম বিকাশ।
গলয়ে শৈলবর পৈঠে ধরণি পর
স্থল জল কমল হুতাশ।।
শুক পিকু পাখি শাখি পর রোয়ই
রোয়ই কাননে হরিণী।
জম্বুকি সহ অহি রহি রহি রোয়ই
লোরহি পঙ্কিল ধরণী।।
রাইক বিরহে বিরহি ব্রজমণ্ডল
দাবদহন সমতূল।
ইহ পুরুষোত্তম কৈছনে জীয়ব
টূটল প্রেমক মূল।।