হরি হরি কি মোর করম গতি মন্দ।
ব্রজে রাধাকৃষ্ণ পদ না সেবিলুঁ তিল আধ
না বুঝিলু রাগের সম্বন্ধ।।
স্বরূপ, সনাতন, রূপ, রঘুনাথ, ভট্টযুগ,
ভুগর্ভ, শ্রীজীব, লোকনাথ।
ইহা সভার পাদপদ্ম না সেবিলু তিল আধ
আর বা কি পূরিবেক সাধ।।
গৌর গোবিন্দ লীলা শুনিতে গলএ শিলা
তাহাতে না হল্য মোর চিত।
কৃষ্ণদাস কবিরাজ। রসিক ভকত মাঝ
যেহঁ কৈলা চৈতন্য-চরিত।।
এসব ভকত সঙ্গ যার সঙ্গে রসরঙ্গ
তার সঙ্গে নৈল কেনে বাস।
কি মোর দুঃখের কথা জনম গোঞালু বৃথা
ধিক ধিক নরোত্তম দাস।।