হরি হরি গোরা কোথা গেল।
কেনে নিদারুণ বিধি এত দুঃখ দিল।।ধ্রু।।
হিয়া মোর জর জর পাঁজর গেল ধসি।
পরাণ গেল যদি পিরীতি কিসে বাসি।।
ঘরের বাহির নহি কুলের রমণী।
স্বপনে না হয় দেখা করিব কি জানি।।
সে রূপমাধুরী লীলা কাহারে কহিব।
গোরা পহুঁ বিনে মুই অনলে পশিব।।
গোরা বিনু প্রাণ রহে এই বড় লাজ।
বাসু কহে কেনে মুণ্ডে না পড়য়ে বাজ।।