হরি হরি বড় দুঃখ রহিল মরমে।
পাইয়া মানব তনু শ্রীগুরু-বৈষ্ণব বিনু
এই জন্ম গেল অকারণে।।
নন্দের নন্দন হরি নবদ্বীপে অবতরি
জগত ভরিয়া প্রেম দিল।
আমি সে অধম অতি বৈষ্ণবে না হল্য রতি
তে কারণে করুণা নহিল।।
স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ
তাহাতে না হল্য রতিমতি।
বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম
হেন স্থানে নহিল বসতি।।
ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা
অনুক্ষণ খেদ উঠে মনে।
নরোত্তম দাস কহে জীবার উচিত নহে
শ্রীকৃষ্ণ বৈষ্ণব সেবা বিনে।।