হাটক হাট পড়ল নদীয়াপুর
গৌরচন্দ্র অধিকারী।
তাহে কত রতন আছয়ে অমূল ধন
শ্রীবাস আদি পশারী।।
(দেখ) ধনি ধনি ধনি কলিকাল।
গাহক আদর বাদর সিরজল
অদ্বৈত চন্দ্র রসাল।।ধ্রু।।
ভকতি রতনমণি কাঞ্চন আরতি
প্রেম পরশ রস হারে।
দীন অকিঞ্চন জনে জনে দেয়ল
নিত্যানন্দ করুণা বিথারে।।
শ্রীহরিদাস ভাব রস পাওল
উনমত বহু নিধি লাভে।
জ্ঞানদাস হাট শেষে আওল
পাওল আপন স্বভাবে।।