হামারি নিঠুরপনা শুনই ইন্দুমুখি
ভাঙ্গই প্রেম-অঙ্কুর।
দুখিত হৃদয় মাহা ধৈরজ করি পুন
ও রস করে জানি দূর।।
কিয়ে জানি পাপহি মদন-কদন-শরে
তেজ নিরুপম দেহ।
হাহা মনোরথ সব কৈল আনমত
কি করব অব হাম থেহ।।
অব মঝু অন্তর জ্বলত তুষানলে
সহই না পারই অঙ্গে।
বিরহ সমীরণে বাঢ়ই পুন পুন
দারুণ মদন-তরঙ্গে।।
ধিক যৌবন ঘন জীবন আভরণ
ধিক্‌ মোর এ সুখ সকল।
কহ রাধামোহন অনুগত বঞ্চিলে
পরিণাম ঐছন ফল।।