হাম রাধার কি ফল জীবন। কি হেতু তেজিলা হরি রাধা বৃন্দাবন ? ধু
কংস ধরি নিল হরি মথুরা নগর। হরিকে না দেখি রাধা কান্দে ঝর ঝর।।
অষ্ট অলঙ্কার পরি বিচিত্র বসন। সাজিল সুন্দরী রাধে ত্রিলোক মোহন ।।
শ্যাম বিনে ….. ধৈরয নাহি চিত। জল ছলে যমুনাতে চলিল ত্বরিত।।
সুবর্ণ কলসী কাঁখে নানা ভঙ্গী হাঁটে। কান্দিতে কান্দিতে গেল কালিন্দীর ঘাটে।।
বংশী ফুকে হরি যমুনার ঐ কূলে। গীত গাহে বংশী রবে রাধা রাধা বোলে।।
আকুল রাধার চিত্ত বংশী গীত শুনি। জ্বলিল সহস্র গুণ বিরহ আগুনি।।
খেনে খেনে ঢালে জল খেনে খেনে ভরে। কায় প্রাণে প্রেমদান মাগে কর জোড়ে।।
উড়িয়া যাইতে শ্রদ্ধা হরির নিকটে। পাখা বিনু রহে রাধা পরম সঙ্কটে।।
না পারিল যাইতে যমুনা হই পার। দূরে থাকি করে রাধা কোটি নমস্কার।।
হীন আলি রাজা কহে শুন রাধা সতী। নৈরাশ না হৈওহরি সার তোমা পতি।।