হাহা প্রভু কর দয়া করুণা তোমার।
মিছা মায়াজালে তনু দগধে আমার।।
কবে হেন দশা হব সখি সঙ্গ পাব।
বৃন্দাবনে ফুল তুলি দোহারে পরাব।।
সম্মুখে বসাইঞা কবে চামর ঢুলাব।
অগোর চন্দন গন্ধ দোহাঁর অঙ্গে দিব।।
এমন দশা কবে হব তাম্বুল যোগাব।
সিন্দুর তিলক কবে দোহাঁরে পরাব।।
দোহার বিলাস কৌতুক দেখিব নয়নে।
নিরখিঞা চান্দমুখ বৈসাব সিংহাসনে।।
সদা সাধ করি দেখি দোহাঁর বিলাসে।
কতদিনে হবে দয়া নরোত্তম দাসে।।