হায়রে প্রভু অখিলেরনাথ বিরহতে না ছাড়িও মোরে, বিরহেতে না ছাড়িও মোরে।
মিনতি করি তোরে, ছাড়িয়া না যাও মোরে দুষ্টভাবে অনিষ্ট জানিয়া।
আমাকে ছাড়িলে তুই দেশে দেশে ফিরি মুই বিনা দোষে না চাইলাম ফিরিয়া।
সন্ন্যাসীর হইয়া বেশ, আউলাইয়া মাথার কেশ যোগীরূপ করিয়া ধারন।
কর্ণেতে কুণ্ডল দিয়া, ভ্রমণেরি বেশ হৈয়া ভ্রমণে করিমু অন্বেষণ ।
হায়রে কঠিন শ্যাম, জপিয়া তোমার নাম প্রেমভিক্ষা মাগিয়া বেড়াই।
ফিরি আমি ঘরে ঘরে প্রেম ভিক্ষা দিয়া মোরে তুষ্ট কর স্বরূপ গোসাই।
বারে বারে কি বলিমু আর কত নিবেদিমু কহ বন্ধু কে আছে আমার।
কৃপা করি যদি আইস মোর হৃদয়েতে বৈস যাইব দুঃখ আনন্দ অপার।
যার প্রেমে যেই আছে দূরে থাকি যায় কাছে দরশনে থাকে আনন্দিত ।
দয়ার সাগর তুই পাপী অপরাধী মুই ছাড়িয়া যাইতে না হয় উচিত।
তোর প্রেম হৈল যার সফল জীবন তার মরা কাষ্ঠে পাইবে চেতন।
অমৃত তার কথা মরিয়া হইব জীতা থাকিতে না হইব মরণ।
শিতালং ফকিরে বলে অন্তরে আনল জ্বলে বিরহেতে আকুলিত মন।
ক্ষমা কর অপরাধ, পুরাও মনের সাধ প্রেমভারে দেও দরশন।