হায়রে মোর প্রাণ নিয়ে যায়, আনন্দেতে মধুর সুরে।
কে বাঁশী বাজায়রে মোর প্রাণ নিয়ে যায়।। ধু
হায় মনরে, বাজাইয়া মোহন বাঁশী, কইল আমার মন উদাসী।
বাঁশীর টানে মরি প্রাণে গৃহে থাকা দায় রে।।
ঘরে বাদী কাল ননদী, সঙ্গে সঙ্গে নিরবধি।
বাহির যাইতে না দেয় মোরে করি কি উপায় রে।।
যখন বন্ধে বাজায় বাশী, তখন আমি রান্‌তে বসি হো।
ভিজা লাক্‌ড়ি চুলায় দিয়ে কান্দি ধূমার দায় রে।।
সদায় শুনি বাশীর বর, কোথায় গেলে তারে পাব হো।
পাইলে দিলের সাধ মিটাব মনে যত চায় রে।।
কহেন ছাবাল আকবর আলী, প্রেমের জ্বালায় জ্বলি হো।
আজলে থাকিলে আশা পূরাইবা মৌলায় রে।।