হায় রে মন পাগেলা বইস তুমি নিরালা দমের সঙ্গে যোগ করিয়া বাজাওরে বেলা।
দম সুর ছিল মধু নামের ঠাটে বাজাও সাধু দেখবে যদি চিকন কালা।।
সেই কালারও বাশীর ধ্বনি শুনিয়ে হইবে উদাসিনী ঘরে না রহে প্রাণী হইবে উতালা।
হায় রে মোকাম ও মাহমুদা স্বরে আছইন কালা পঞ্চতরে লাহুতেতে করে উলামেলা।
কলব রুহ ছেরর খপির ঘরে আল্লা নবী বিরাজ করে একবার তুই চেতন হয়ে খুলিয়ে দেখ তালা
আফকা নফছ ছিল বাকী ছয় লতিফা হল নাকি দেখা দেখি ফকিরি মেলা।
ধরগি মুরশিদের পাও নামের তরী বাইয়া যাও আনন্দে সাগরে গিয়া গেরাবি পালা।
পঞ্চসুরে বাজাও বাশী নফছের গলে দিয়া ফাসি যাইও না সে কামিনী পাড়া।
কামিনী ফুলের মধু খায় নারে নামের সাধু কালা শায় কয় ওর যাদু ছাড় কমলা।