হা হা প্রভু লোকনাথ রাখ পদদ্বন্দ্বে।
কৃপাদৃষ্টে চাহ যদি হইয়া আনন্দে।।
মনোবাঞ্ছা সিদ্ধি তবে হও পূর্ণতৃষ্ণ ।
হেথায় চৈতন্য মিলে সেথা রাধাকৃষ্ণ।।
তুমি না করিলে দয়া কে করিবে আর।
মনের বাসনা পূর্ণ কর এইবার।।
এ তিন সংসারে মোর আর কেহ নাই।
কৃপা করি নিজ পদতলে দেহ ঠাঁই।।
রাধাকৃষ্ণ লীলাগুণ গাও রাত্রদিনে।
নরোত্তম বাঞ্ছা পূর্ণ নহে তুয়া বিনে।।