হিরণক হার হৃদয়ে নাহি ধরই।
হরি-মণি হেরি সঘনে জল খলই।।
হিমকর-কিরণহিঁ সো তনু দহই ।
হা হা শশি-মুখি কত দুখ সহই।।
হলধর-সোদর কিয়ে তুহু ভোরি।
হেলে হারায়লি হিরণময়ি গোরি।।
হরিণ-নয়ানি অবধি-দিন গণই।
হেরইতে পন্থ নিমিখ যুগ মনই।।
হিয় মাহা নেহ মরম কাঁহা কহই।
হরি হরি বোলি মূরছি মাহি রহই।।
হসি হসি হরখে হরখে খেণে উঠই।
হেমক পুতলি মহীতলে লুঠই।।
হরল গেয়ান তোহারি অভিলাষে।
হোত কি না বুঝল গোবিন্দদাসে।।