হৃদয় ও পিঞ্জিরায় বসে, ও রাধাকৃষ্ণ বলে না,
ঐ নাম তুমি বল আমি শুনি–আমি বলি নাম তুমি বসে শোন না।
আবার ষোল নাম বত্রিশ অক্ষরে আটাইশ অক্ষর দেওগা ছেড়ে–
ঐ নাম সাধু জান,জীবে জানে না।
সে নামেতে দুঃখ হরে ডাক ঐ নাম বারে বারে,
রাধার নামটি চার অক্ষরে, লালন বলে, ঐ নাম কেউ জানে না।