হেদেহে নিলজ কানাই, না করিয়ো এতেক চতুরালি।
যে না জানে মানসতা তার কাছে কহ কথা
মোর কাছে বেকত সকলি।।
বেড়াইলা গোরু লইয়া সে লাজ ফেলিলা ধুয়া
এবে হলা দানী মহাশয়।
কদম তলাতে থানা রাজপথ কর মানা
দিনে দিনে বাড়ল বিষয়।।
আন্ধার বরণ কালো গো ভূমিতে না পড়ে পা
কুলবধূ সনে পরিহাস।
এরূপ নিরখিয়া আপনারে চাও দেখি
আই আই লাজ নাহি বাস।।
মাতা তোমার যশোদা তার মুখে নাহি রা
নন্দঘোষ অকলঙ্ক নিধি।
জনমি তাহার বংশে কাজ কর জিনি কংসে
কুবুদ্ধি তোমারে দিলেক বিধি।।
একহি নগরে ঘর দোখাশুনা আট পহর
তিল আধ আখে নাহি লাজ।
জ্ঞানদাসেতে কয় রাজেরে না কর ভয়
এ দেশে বসতি নাহি কাজ।।