হেদে গো ললিতা শোন মোর কথা
দুখের উপরে দুখ।
কালিয়া নাগর রসের সাগর
না পাইলু তাহার সুখ।।
সই কি খেণে পিরীতি ভেল।
সুখের লাগিয়া পিরীতি করিল
কান্দিতে জনম গেল।।
কালা কালা করি দিবানিশি মরি
অভাগী অবলা নারী।
তবু তো কালিয়া না আইল ফিরিয়া
আমারে গেল গো ছাড়ি।।
গেল গো ছড়িয়া না আইল ফিরিয়া
নাগর রসিক রায়।
অভাগী অবলা অতি দুখ জ্বালা
হরেকৃষ্ণ দুখ গায়।।