হেদে গো রামের মা
ননী-চোরা গেল কোন পথে।
নন্দ মন্দ বলুক মোরে লাগালি পাইলে তারে
সাজা যে করিব ভাল মতে।।ধ্রু।।
শূন্য ঘর-খানি পায়্যা সকল নবনী খায়্যা
দ্বারে মুছিয়াছে হাত-খানি।
আঙ্গুলের চিহ্নগুলি বেকত হইবে বলি
ঢালিয়া দিয়াছে তাতে পানি।।
খীর ননী ছেনা চাঁছি উভু করি শিকা-গাছি
যতনে তুলিয়া রাখি তাতে।
আনিয়া মন্থন-দণ্ড ভাঙ্গিয়া নবনী-ভাণ্ড
তলাতে থাকিয়া মুখ পাতে।।
থীর সর যত হয় কিছুই নাহিক রয়
কি ঘর-করণ বাসি মোরা।
যে মোরে দিলেক তাপ সে মোর হইয়াছে পাপ
পরাণে মারিব ননী-চোরা।।
যশোদার মুখ হেরি রোহিণী দেখায় ঠারি
যে ঘরে আছয়ে যাদু-মণি।
যদুনাথ কয় দড় এবার কানুরে এড়
আর কভু না খাইবে ননী।।