হেদে রাধা বিনোদিনি শুনহ আমার বাণী
ত্বরায় চলিয়া যাইছ বাট।
কংসের নিকটে যাইয়ে এক লক্ষ টাকা দিয়া
কিনিয়া লয়েছি আমি ঘাট।।
নিতি ভাড়াইয়া যাও রাজকর নাহি দাও
গতাগতি কর এই পথে।
দানি বলে নাহি ডর নাহি দাও রাজকর
ঠেকে গেলে জগাতের হাতে।।
যে হয় গণ্ডাকে বুড়ি হিসাব করহ কড়ি
রাজকর দিয়া যাহ মোরে।
দানি হৈত অন্যজনা দোলাইত কাণে সোনা
বিকিকিনি শিখাইত তোরে।।
মাথায় কবরী ভার এক লক্ষ দান তার
দুইলক্ষ সীঁথার সিন্দুর।
গলে গজমতিহার তিনলক্ষ দান তার
চারিলক্ষ বলয়া কেয়ুর।।
করে অঙ্গুরি মাণিক্য তার দান পঞ্চলক্ষ
ছয়লক্ষ কটিতে কিঙ্কিনী।
চরণে নূপুর মণি নয়লক্ষ তার গণি
বলরাম দাস হাসে শুনি।।